২৩।এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজী হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ঐ ব্যক্তি ঋণ শোধ করতে পারবেন?
২৪।কোনোসমান্তর ধারার দুইটিনির্দিষ্ট পদ l তম পদ l2এবংk তম পদ k2
ক।ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর d ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি কর।
খ। (l + k) তম পদ নির্ণয় কর।
গ। প্রমাণ কর ধারাটিরপ্রথম (l + k) সংখ্যক পদের সমষ্টিl + k2 (l2 + k2 + l + k)