Details
505

১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এর মধ্যে বেশ কয়েকবার ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, শনিবার ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। এখন সেই ছুটি আরও বাড়ল।

 

১৮ ডিসেম্বর শুক্রবার, শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বর্ধিত করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হয়।

 

করোনাভাইরাসের কারণে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (JDC) পরীক্ষা বাতিল ঘোষণা  করা হয়েছে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষাও নেয়া হয়নি। JSC, SSC ও সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে HSC এর ফল ঘোষণা করা হবে।