My School.

Home About Class Contact Sign in Sign up
Home

Courses

News

Blog

Shop

Advertisement


Top Users

  a ...   613 points

  t ...   310 points

  s ...   278 points

  f ...   266 points

  r ...   188 points

  s ...   141 points

  a ...   116 points

  s ...   109 points

  m ...   103 points

  m ...   95 points

বহুল প্রত্যাশিত Poco X3 Pro এবং Poco F3 এর দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন


  123

  31 Mar 2021

  1278   views


Single Content


বহুল প্রত্যাশিত Poco X3 Pro এবং Poco F3 এর যাত্রা, দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন

বিশ্বব্যাপী Poco X3 Pro এবং Poco F3 নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। Poco X3 Pro তে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 4G চিপসেট সংযুক্ত করা হয়েছে এবং 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এর সাথে একটি কোয়াড রেয়ার ক্যামেরা যুক্ত করা হয়েছে।

 

অন্যদিকে, Poco F3 গত মাসে চীনে লঞ্চ হওয়া রেডমি কে৪০ এর একটি রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট সংযুক্ত করা হয়েছে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ করা হয়েছে। এটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। সম্প্রতি কোম্পানিটি 30 মার্চে একটি অফিসিয়াল ইভেন্ট প্ল্যান করেছে এবং মূলত এই অনুষ্ঠানে Poco X3 Pro ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। 

 

Poco X3 Pro, Poco F3 মূল্য, বিক্রয়

Poco X3 Pro (gsmarena.com/xiaomi-poco-f3) এর 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম ২৪৯ ইউরো (প্রায় ২৪,৭০০ টাকা) এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম ২৯৯ ইউরো (প্রায় ২৯,৭০০ টাকা)। ফোনটি ফ্যান্টম ব্ল্যাক (Phantom Black), ফ্রস্ট ব্লু (Frost Blue) এবং মেটাল ব্রোঞ্জ (metal bronze) এই ৩টি রঙে পাওয়া যাবে। কোম্পানিটি প্রি-বুকিং অফারের অধীনে বেস মডেলের জন্য ১৯৯ ইউরো (প্রায় ১৯,৭০০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম মডেলের জন্য ২৪৯ ইউরো (প্রায় ২৪,৭০০ টাকা) দাম নির্ধারণ করেছে। অফারটি ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত অফিসিয়াল পোকো ওয়েবসাইট, ইবে, আমাজন, আলিএক্সপ্রেস, আলেগ্রো, শোপে এবং অন্যান্য অনলাইন সাইটে পাওয়া যাবে। 

 

অন্যদিকে, Poco F3 (gsmarena.com/xiaomi-poco-x3-pro) এর 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম ৩৪৯ ইউরো (প্রায় ৩৪,৭০০ টাকা) এবং 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম ৩৯৯ ইউরো (প্রায় ৩৯,৭০০ টাকা)। ফোনটি নাইট ব্লাক (night black), আর্কটিক হোয়াইট (Arctic white) এবং ডীপ অসান ব্লু (deep ocean blue) কালারে পাওয়া যাবে। এই ফোনটি প্রি-বুকিং অফারের অধীনে বেস (Base) মডেলের দাম হবে ২৯৯ ইউরো (প্রায় ২৯,৭০০ টাকা) এবং ৮ জিবি র‍্যাম মডেলের দাম হবে ৩৪৯ ইউরো (প্রায় ৩৪,৭০০ টাকা)। ২৭ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত পোকো ওয়েবসাইট, আমাজন, আলিএক্সপ্রেস, আলেগ্রো, হোপএবং অন্যান্য অনলাইন সাইটে এই দাম পাওয়া যাবে। উভয় পোকো ফোন ছয় মাসের জন্য এককালীন স্ক্রীন রিপ্লেসমেন্ট সুবিধা বিনামূল্যে সরবরাহ করবে।

 

 

Poco X3 Pro স্পেসিফিকেশন

Poco X3 Pro তে অ্যান্ড্রয়েড 11 এর সকল ফিচার যুক্ত করা হয়েছে এবং এটিতে থাকবে 6.67 ইঞ্চি ফুল-HD+ 120Hz রিফ্রেশ রেট ডট ডিসপ্লে। এছাড়াও রয়েছে গরিলা গ্লাস 6 ডিসপ্লে প্রটেকসন। এটিতে অ্যাড্রেনো 640 GPU সঙ্গে 7nm অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 চিপসেট যুক্ত করা হয়েছে। এই ফোনটির AnTuTu (www.antutu.com) বেঞ্চমার্ক স্কোর 491,412, যা বেশ আশ্চর্যজনক। এই চিপসেট স্ন্যাপড্রাগন 765G চিপসেটের চেয়ে ৫২ শতাংশ ভাল পারফর্ম করতে পারে। ফোনটিতে রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ। ফোনের স্টোরেজ বাড়িয়ে ১ টিবি করা যাবে।

 

Poco X3 Pro কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এর সঙ্গে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সনি IMX582 সেন্সর f/1.79 অ্যাপারচার এবং f/100 অ্যাপারচার যুক্ত করা হয়েছে। 2.2 অ্যাপারচার এর সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল শুটার, এবং দুইটি 2 মেগাপিক্সেল (Macro & Depth) সেন্সর যোগ করা হয়েছে। ফ্রন্ট f/2.2 অ্যাপারচার এর সঙ্গে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর সমন্বয় করা হয়েছে।

 

Poco X3 Pro 33W ফাস্ট চার্জিং

Poco X3 Pro তে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড একটি ৫,১৬০mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি মাত্র ৫৯ মিনিটের মধ্যে ১০০% চার্জড হবে। এছাড়াও ফোনটি একবার সম্পূর্ণ চার্জ করলে ১১৭ ঘন্টা মিউজিক প্লেব্যাক, ১৮ ঘন্টা ভিডিও প্লেব্যাক এবং ৬.৫ ঘন্টা 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ফোনে রয়েছে ডুয়াল স্পীকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS/GPS, Bluetooth 802.11ac, Bluetooth 5.0, Gps/ Bluetooth, 802.11ac, ব্লুটুথ 5.0। এছাড়াও এর মধ্যে রয়েছে জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার এবং হেডফোন জ্যাক।

 

Poco F3 স্পেসিফিকেশন

Poco F3 তে অ্যান্ড্রয়েড 11 এর সকল ফিচার যুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে একটি 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ (1,080x2,400 পিক্সেল) E4 AMOLED ডিসপ্লে যেটাতে থাকবে 120Hz রিফ্রেশ রেট এবং এর অ্যাসপেক্ট রেশিও হবে ২০:৯। ফোনটিতে রয়েছে একটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট, যা ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যামের সাথে সংযুক্ত।

 

Poco F3 ফোনে রেয়ার ক্যামেরাতে থাকছে 48MP সনি IMX582 প্রাইমারি সেন্সর সঙ্গে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা। আরও রয়েছে 8MP একটি সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য একটি 20MP ফ্রন্ট ফেছিং ক্যামেরা। ফোনটিতে রয়েছে UFS 3.1, ২৫৬GB পর্যন্ত স্টোরেজ। কানেক্টিভিটির জন্য, ফোনটিতে থাকছে 5G, 4G LTE, Wi-Fi 6, ব্লুটুথ 5.1, জিপিএস/জিপিএস, 5G LTE, ব্লুটুথ 6, এ-জিপিএস, এনএফসি, ইনফ্রারেড (আইআর) এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটিতে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Poco F3 তে ৪,৫২০mAh ব্যাটারি রয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটি কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন থাকছে। এটার পুরুত্ব 7.8 মিমি এবং ওজন ১৯৬ গ্রাম।

 

-----------------------

আতিক মাহমুদ

 

 


  31 Mar 2021       1278   views

  Comment  
Share



My Account


Forgot Password

Create New Account

Advertisement

  • My School
  • Career
  • Get a Support
  • Affiliate
  • Sitemap
  • Blog
  • Terms of Usage
  • Privacy Policy
  • Pricing & Plan
  • Become a Trainer
  • Facebook
  • YouTube
  • Twitter
  • Instagram
  • website view counter

Join with us with our updated program by subscribing here.


Copyrights © 2020 My School All Rights Reserved.