Details
857

তরুণ উদ্যোক্তাদের জন্য সুখবর!!! বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২০

তরুণ উদ্যোক্তাদের জন্য সুখবর!!! বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) ২০২০ 

বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট BANGABANDHU INNOVATION GRANT (BIG) বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের উদ্ভাবনকে উদ্বুদ্ধ, স্বীকৃতি এবং শেয়ার করার জন্য দেশের ভবিষ্যৎ উদ্যোক্তা ও উচ্চাকাঙ্ক্ষী তরুণদের জন্য এটি একটি প্লাটফর্ম। তরুণমন যেমন ছাত্র, তরুণ পেশাদাররা তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে তাদের উদ্ভাবন এবং ধারণা শেয়ার করতে সক্ষম হবে। প্রতিযোগিতার মাধ্যমে ৩৬টি স্টার্টআপ নির্বাচন করা হবে।

 

বিগ হচ্ছে আইডিইএ প্রকল্পের অধীনে একটি উদ্যোগ যার লক্ষ্য হচ্ছে দেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা এবং তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করার জন্য ১০০টি স্টার্টআপকে অনুদান প্রদানের পরিকল্পনা করা হয়েছে। ২০২০ সালের ১৬ মার্চ থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত আইডিইএ প্রকল্প নির্বাচক কমিটির মাধ্যমে ৩২টি স্টার্টআপের প্রত্যেককে ১০ লাখ টাকা অনুদান অনুমোদন করেছে। তাদের লক্ষ্য দেশের সীমান্ত অতিক্রম করা এবং স্থানীয় স্টার্টআপের পাশাপাশি আন্তর্জাতিক আইসিটি কমিউনিটিতে পৌঁছানো। বিদেশী স্টার্টআপ একটি আন্তর্জাতিক রোড-শো এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। "বিগ" তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে অর্থাৎ স্টার্টআপের নতুন উদ্ভাবনী ধারণাকে দেশে একটি স্টার্টআপ মডেল হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই অনুষ্ঠানকে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে প্রতিষ্ঠা করতে উৎসাহিত করা হবে।

 

২০২০ এবং ২০২১ সালে বিগ-এর জন্য ৩টি প্রধান ফোকাস থাকবে- বিশ্ববিদ্যালয় এবং স্টেকহোল্ডার অ্যাক্টিভেশন ক্যাম্পেইন, একটি টিভি রিয়েলিটি শো এবং একটি আন্তর্জাতিক রোডশো। বাংলাদেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, উদ্ভাবক, পেশাজীবী, স্টার্টআপ প্রতিষ্ঠান, হাই কমিশন এবং দূতাবাস সহ বিভিন্ন দেশের শত শত স্থানীয় ও বিদেশী সম্প্রদায় এবং ক্লাব ও বাণিজ্য সমিতির প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমী (আইডিইএ) প্রকল্পের আয়োজন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি, কন্ট্রোলার অফ সার্টিফিকেটিং অথরিটি (সিসিএ), এ২আই, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। প্রাইভেট পার্টনার হিসেবে আমাদের বেসিস (BASIS), বাকো (BACCO), বিসিএস (BCS), ইসিএবি (ECAB), ইস্পাব (ISPAB) এবং বিজিএফ (BIJF) সহ বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন থাকবে।

 

সবশেষে, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে আইসিটির বিশ্ব পর্যায়ে একটি সমৃদ্ধ ও উচ্চাকাঙ্ক্ষী দেশ হিসেবে পুনরায় উপস্থাপন করা হবে।

বিশেষ পুরস্কারঃ 

  • শীর্ষ একটি স্টার্টআপ 1,00,000 (USD) মার্কিন ডলার এবং
  • শীর্ষ ৩৫ টি স্টার্টআপ বিগ থেকে 10,00,000 টাকা (প্রতিটি স্টার্টআপ) অনুদান পাবেন।

 

জাতীয় ক্যাটাগরিঃ 

  • যে কেউ বাংলাদেশী নাগরিক হলে জাতীয় ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
  • বিদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকরা জাতীয় ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
  • যে কারো হয় স্টার্টআপ আইডিয়া আছে অথবা একটি ব্যবসা আছে যা এখনো স্টার্টআপ পর্যায়ে আছে তারা জাতীয় ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।
  • এই শ্রেণীতে ছাত্র এবং ছাত্র নয় এমন উভয় অংশগ্রহণকারী থাকবে।

 

আন্তর্জাতিক ক্যাটাগরিঃ 

  • যে কেউ বিদেশী পাসপোর্টধারী, তিনি আন্তর্জাতিক ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
  • যে কেউ হয় স্টার্টআপ আইডিয়া আছে অথবা স্টার্টআপ পর্যায়ে এখনও একটি ব্যবসা আছে তারা জাতীয় শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।
  • এই শ্রেণীতে ছাত্র এবং ছাত্র নয় এমন উভয় অংশগ্রহণকারী থাকবে।

 

শর্তাবলী:

  • যে কোন বাংলাদেশী বা বিদেশী স্টার্টআপ তাদের আবিষ্কৃত পণ্য বা সেবার জন্য নিম্নলিখিত শর্তাবলী সাপেক্ষে অনুদানের জন্য আবেদন করতে পারে;
  • আবেদনকারীকে অবশ্যই একজন স্টার্টআপ বা উদ্যোক্তা হতে হবে;
  • প্রস্তাবিত পণ্য বা সেবা অবশ্যই আইসিটি ভিত্তিক হতে হবে;
  • আবিষ্কৃত পণ্য বা সেবা অবশ্যই প্রোটোটাইপ পর্যায়ে বা তার উপরে থাকতে হবে;
  • পণ্য বা সেবা অবশ্যই উদ্ভাবনী হতে হবে;
  • পণ্য বা সেবা অবশ্যই সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে হবে;
  • অবশ্যই একটি আইনগতভাবে প্রতিষ্ঠিত সত্তা হতে হবে;
  • আবেদন গুলি শুধুমাত্র অনলাইনে গৃহীত হবে। আপনাকে বিগ-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে;
  • অনলাইনে প্রদত্ত ফর্ম পূরণের পাশাপাশি প্রয়োজনীয় অডিও ভিজুয়ালসহ অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে;

N.B. ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে এই নির্দেশিকা সংশোধন করতে পারে।

 

আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১০, ২০২১

আবেদনের অফিসিয়াল লিঙ্কঃ https://www.big.gov.bd/

অফিসিয়াল ফেসবুক পেজঃ https://bit.ly/2LvQnep

 

-----------------------

আতিক মাহমুদ