Details
557

লিবারেশন ওয়ার অলিম্পিয়াড ২০২১

লিবারেশন ওয়ার অলিম্পিয়াড ২০২১

মার্চ মাস চলে এসেছে প্রায়, যেটি আমাদের ইতিহাসকে বহন করে। ২৬ শে মার্চ আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছি। এরকম একটি তাৎপর্যপূর্ণ বছরে নিরাভরণ ফাউন্ডেশন আয়োজন করছে লিবারেশন ওয়ার অলিম্পিয়াড ২০২১ যেটি ইতিহাসে প্রথমবারের মতো।

 

পরবর্তী ঘোষণার জন্য নিরাভরণ ফাউন্ডেশনের অফিশিয়াল পেইজে যুক্ত থাকতে হবে।

এই অলিম্পিয়াডের কো-হোস্ট হিসেবে থাকবে ছিটোনালোক।

অলিম্পিয়াডের টপিকস: 

  • মুজিবের শতবার্ষিকী, 
  • স্বাধীনতা দিবস,
  • ছবি, চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই।

সুযোগ সুবিধাসমূহঃ

  • মেডেল এবং সনদপত্র
  • নিরাভরন ফাউন্ডেশনের সাথে কাজ করার সুযোগ।

নিবন্ধন ফরমঃ https://cutt.ly/sjAtEAF

আবেদনের যোগ্যতাঃ

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো প্রতিষ্ঠানের এবং বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

** যে কোন পরিবর্তন, অনুষ্ঠানের তারিখ, নির্বাচন এবং সকল বিষয় নিনোরন ফাউন্ডেশন দ্বারা চূড়ান্ত বিবেচনা করা হবে।

 

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা 

বিকাশঃ ০১৮৮৫৫৫১১৬৪ (ব্যক্তিগত)

          ০১৮৩৮৯৪০৮৫২ (ব্যক্তিগত)

 

ফেসবুক পেজ লিঙ্কঃ cutt.ly/4lyOfZs

 

আবেদনের শেষ তারিখঃ মার্চ ২০, ২০২১

আরও তথ্যের জন্যঃ

মেইলঃ info.niravoron@gmail.com

যোগাযোগঃ- ০১৮৮৫৫৫১১৬৪, ০১৮৩৮৯৪০৮৫২

 

-----------------------

আতিক মাহমুদ