Details
3275

Essay / Composition

Essay / Composition

রচনা / প্রবন্ধ

 

প্রবন্ধ রচনা সহজ ব্যাপার নয়। হঠাৎ রচনা লেখা যায় না। রচনা লিখতে শুরু করার পূর্বে ধীর-স্থিরভাবে চিন্তা করতে হয়। চিন্তা না করে রচনা লিখতে শুরু করলে সকল চেষ্টাই ব্যর্থ হবে। অতএব এটি ভালভাবে অনুশীলন করা প্রয়োজন।

 

কোন বিষয়ে রচনা লিখতে বলা হলে প্রথমে এর বিভিন্ন দিক চিন্তা করে বের করতে হয়। এ দিকগুলোকে Point বা ভাব বলে। বিষয়াটিতে যতগুলো point বা ভাব পাওয়া যাবে, essay টিকে ঠিক ততটা heading হবে। এ pointগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন এদের সম্প্রসারণ প্রাসঙ্গিক, ধারাবাহিক ও যুক্তিসঙ্গত হয়।

 

প্রত্যেক essay-তে সাধারণত তিনটি প্রধান অংশ থাকেঃ Introduction (সূচনা বা ভূমিকা), Body (মূল বক্তব্য) এবং Conclusion ( উপসংহার)। Introduction এবং Conclusion-এর প্রত্যেকটির জন্য একটি করে paragraph লিখতে হবে। কিন্তু body ( গর্ভ বা মূল বক্তব্য)-এর জন্য বিভিন্ন point অনুসারে বিভিন্ন paragraph লিখতে হবে।

 

রচনা লেখার সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখবে-

  1. Clarity: Clarity মানে clearness বা স্পষ্টতা। প্রবন্ধ রচনার বেলায় গল্প-উপন্যাস বা কবিতার মত কল্পনার কোন অবকাশ নেই। তাই রচনা আরম্ভ করার পূর্বে রচনার বিষয়বস্তু সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ভাবের সঙ্গতি, চিন্তার গভীরতা, ভাষার স্পষ্টতা প্রবন্ধকে প্রাণবন্ত করে তোলে।

 

  1. Relevance: Relevance মানে প্রাসঙ্গিকতা অর্থাৎ আলোচ্য বিষয়ের সথে সামঞ্জস্যপূর্ণতা (Connected with what is being discussed)। প্রবন্ধের ভাব সংগ্রহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রবন্ধটির বিষয় সম্পর্কে কি ধরনের বক্তব্য রূপায়িত করতে হবে তা চিন্তা করে কতকগুলো point-এ ভাগ করে নিতে হবে। সে point- গুলো অবশ্যই প্রাসঙ্গিক (relevant) হতে হবে।

 

  1. Grammatical accuracy (ব্যাকরণসিদ্ধ নির্ভুলতা): প্রবন্ধ রচনাকালে প্রবন্ধের প্রকৃতি অর্থাৎ কোন ধরনের রচনা তা বুঝে সে অনুসারে উপযুক্ত তথ্য ও যুক্তির সমাবেশ ঘটাতে হবে এবং বিষয়বস্তু অনুসারে উপযুক্ত ভাষা ব্যবহারে তা রূপায়িত করতে হবে। প্রবন্ধের ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল হতে হবে। বক্তব্য যাতে সুস্পষ্টভাবে প্রকাশ পায় সে রকম ভাষা ব্যবহার করতে হবে। ভাষার মধ্যে যেন একটি সামগ্রিক ঐক্য থাকে এবং শব্দ, বাক্যাংশ বা পারিভাষিক শব্দের প্রয়োগে যেন নির্ভুল হয়।

 

  1. Mechanical accuracy: একে এক কথায় ‘স্বতঃস্ফূর্ততা’ বলা চলে (as if done without thought) । এর তিনটি পর্যায় আছে; যথা—

(a) Punctuation: দাড়ি, কমা ইত্যাদি বিরামচিহ্নের যথাযথ ব্যবহার।

 

(b) Setting-out (সহজবোধ্য ভাষায় মনের ভাব প্রকাশ করা): দুর্বোধ্য শব্দাবলী, অপরিচিত বা অপ্রচলিত শব্দ, শ্ৰতিমাধুর্যহীন শব্দ বা জটিল বাক্য ব্যবহার করা অনুচিত।

 

(c) Spelling (বানান): বানান ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

 

Essay-কে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যেতে পারে:

  1. Descriptive Essays (বর্ণনামূলক প্রবন্ধ)
  2. Narrative Essays (কাহিনী বা ঘটনামূলক প্রবন্ধ)
  3. Reflective Essays (চিন্তামূলক প্রবন্ধ)

 

  1. Descriptive Essays: যে সব essay-তে জীবজন্তু, উদ্ভিদ বা কৃষিজাত দ্রব্য, খনিজ দ্রব্য, বিজ্ঞানের আবিষ্কার বা স্থানের বর্ণনা থাকে, তাদেরকে Descriptive Essay বলে; যেমন- The Cow, The Crow, Rice, Cloth, The Village Fair ইত্যাদি।

 

এই জাতীয় essay-গুলোর মধ্যে সাধারণত নিম্নলিখিত point-গুলো থাকে-

(a) সূচনা, (b) আকৃতি, (c) শ্রেণীবিভাগ, (d) কোথায় পাওয়া যায়, কিভাবে উৎপন্ন হয়, (e) স্বভাব ও স্বরূপ, (f) উপকারিতা ও অপকারিতা, (g) উপসংহার।

 

  1. Narrative Essays: যে সব essay-তে জীবনচরিত, আত্মজীবনী, উৎসব, ঐতিহাসিক ঘটনা, দুর্ঘটনা, ভ্রমণ কাহিনী ও প্রাকৃতিক দৃশ্যাবলী সম্বন্ধে বিবৃতি প্রদান করা হয় তাদেরকে Narrative Essay বলে; যেমন- The Prize Day of Our School, Eid-ul-Fitr, A. K. Fazlul Huq, A Journey by Train, A Historical Event, A Railway Accident ইত্যাদি।

 

এ জাতীয় Essay-গুলোর মধ্যে সাধারণত নিম্নলিখিত point-গুলো থাকে-

(ক) জীবন-চরিত ও জন্ম ও বংশ পরিচয়, বাল্যকাল, শিক্ষালাভ, কর্মজীবন, চরিত্র।

(খ) উৎসবাদি ও উপলক্ষ, আয়োজন, বন্দোবস্ত, উপভোগ, সমাপ্তি।

(গ) ঐতিহাসিক ঘটনা ও তারিখ, কারণ, ঘটনার বর্ণনা, ফলাফল, উপসংহার।

 

  1. Reflective Essays: যে-সব essay-তে কোন চিন্তামূলক বিষয়বস্তুর আলোচনা থাকে, তাদেরকে Reflective Essay বলে। যথা—Discipline, The Value of Time, Truthfulness, Unity ইত্যাদি।

 

Essay/ Composition সম্বন্ধে কোন ধরাবাধা নিয়ম নেই। তবে Syllabus অনুযায়ী Essay/ Composition ২০০-২৫০ শব্দের মধ্যে হতে পারবে। এই কোর্সে গুরুত্বপূর্ণ বেশ কিছু Essay/ Composition সংযোজন করা হল।