Details
411

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্ক সরকার কর্তৃক স্কলারশিপ (তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০২১)

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্ক সরকার কর্তৃক স্কলারশিপ (তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০২১)

তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০২১ সেশনের আবেদনের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদন আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত চলমান থাকবে৷ নিচে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করা হলো।

 

তুরস্ক বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশের শিক্ষার্থীদের তুরস্কের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশোনার সুযোগ করে দেয়। ২০১৯ সালে বিশ্বের ১৬৭টি দেশের ১৪৬৬০০ জন আবেদনকারীর মধ্যে ৫০০০ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পেয়েছে। তারমধ্যে বাংলাদেশ থেকে ৬৩ জন চান্স পেয়েছে। বাংলাদেশ থেকে প্রায় ৬০০০ আবেদনকারীর মধ্যে ১৫৩ জন ভাইভা দিয়েছিলো। প্রতিবছরই ৫০+ শিক্ষার্থী বাংলাদেশ থেকে এই স্কলারশিপ পেয়ে আসছে।

 

যা যা থাকছে স্কলারশিপেঃ

১) সম্পূর্ণ টিউশন ফি।

২) মাসিক বৃত্তি- অনার্সের জন্য ৮০০ লিরা (সমতুল্য প্রায় ১০০০০ টাকা ), মাস্টার্সের জন্য ১১০০ লিরা (প্রায় ১২৫০০ টাকা ) এবং পিএইচডির জন্য ১৬০০ লিরা (প্রায় ১৮২০০ টাকা)।

৩) মূল কোর্স শুরু হওয়ার আগে এক বছরের ফ্রি তুর্কি ভাষা শিক্ষা কোর্স।

৪) সরকারি/বেসরকারি ডর্মিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা (সকাল ও রাতের খাবারসহ)

৫) মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টসরা ডর্মেটরিতে না থেকে আলাদা বাসায় থাকতে চাইলে ৫৫০ লিরা (সমতুল্য প্রায় ৬২৫০ টাকা) বাসা ভাড়া বাবদ অতিরিক্ত দেয়া হবে। তবে অনার্সের স্টুডেন্টসদের জন্য দেয়া প্রযোজ্য নয়।

৬) প্রথমবার আসা ও কোর্স শেষে নিজদেশে যাওয়ার বিমান টিকেট (তার্কিশ এয়ারলাইন্সে)।

৭) স্বাস্থ্যবীমা। 

 

আবেদনকারীর যোগ্যতাঃ

বয়সসীমাঃ

১. স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।

২. স্নাতকোত্তর জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩০ বছরের নিচে।

৩. পিএইচডির জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩৫ বছরের নিচে।

৪. রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে।

 

››› আবেদন পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  •  সাদা ব্যাকগ্রাউন্ডে একটা পাসপোর্ট সাইজের ছবি।
  •  পাসপোর্ট অথবা জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের স্ক্যান কপি। (ইংরেজি কপি হতে হবে)
  •  SSC বা দাখিল এবং HSC বা আলিমের মুল সার্টিফিকেট ও মার্কশিটের স্ক্যানকপি। (কোথাও হতে সত্যায়িত করতে হবে না।)
  •  মেডিকেল ডিপার্টমেন্টগুলোতে এপ্লিকেশন করতে SSC এবং HSC দুটোতেই ৯০% মার্কস থাকা আবশ্যক অন্যথায় স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা নগন্য। 
  •  ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে GRE, TOFEL অথবা ভাষা যোগ্যতামুলক কোন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকলে শো করতে পারেন। (যদিও তার্কিশ মিডিয়ামে পড়তে TOFEL লাগবে না, তবে ইংলিশ মিডিয়ামে পড়তে চাইলে অবশ্যই দেখাতে হবে)

বিঃদ্রঃ তুরস্কের কোন বিশ্ববিদ্যালয় IELTS সার্টিফিকেট গ্রহণ করে না।

  •  এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট। 
  •  দুইজন প্রফেসর থেকে রিকমেন্ডেশন লেটার। 
  •  মাস্টার্স ও পি এইচ ডি এর জন্য কোন লেখা পাব্লিকেশন (যদি থাকে) তার কপি। 

 

উপরোক্ত সকল ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ২০, ২০২১

আবেদনের অফিসিয়াল লিঙ্কঃ cutt.ly/ejnXq5C

 

**তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০২১ সকল প্রার্থীদের জন্য উন্মুক্ত। 

 

------------------

আতিক মাহমুদ