Details
844

বোসন বিজ্ঞান সংঘের আয়োজন- জে এন ইসলাম মেগা ফেস্ট ২০২১

বোসন বিজ্ঞান সংঘের এবারের আয়োজন 'জে এন ইসলাম মেগা ফেস্ট ২০২১'

 

“The human mind has a different attitude towards 'time' and 'space' as regards the survival of the human race.”

― Jamal Nazrul Islam, The Ultimate Fate of the Universe.

 

জামাল নজরুল ইসলাম বাংলাদেশী বিজ্ঞানী ও গণিতবিদদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বখ্যাতি পেয়েছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশে একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ তৈরী করতে। আর এই কাজের জন্যে তিনি বিদেশের আরামদায়ক, বিলাসবহুল জীবন ছেড়ে এসে যোগ দান করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। যখন পৃথিবীর খুব কম মানুষই ব্ল্যাক হোল সম্পর্কে জানতেন তখন সেই ১৯৮৪ সালে বাংলা ভাষায় ‘কৃষ্ণগহ্বর’ নামের বই লিখেন এই জামাল নজরুল ইসলাম।

 

লকডাউনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে বন্ধুদের সাথে সেই পুরনো আড্ডা দেওয়া। সামগ্রিকভাবে পড়ালেখার বেশ ক্ষতি হয়েছে। তাই বলে কি বিজ্ঞান পাগল ছেলে-মেয়েদের বিজ্ঞান চর্চা আটকে থাকবে? প্রযুক্তির কল্যাণে আর মার্ক জুকারবার্গের সাদা নীল দুনিয়ার পর্দার কল্যাণে, আজ আমরা জানি, বিজ্ঞান-পড়ুয়া বিজ্ঞান পাগল ছেলেমেয়েদের এই মহামারী আর লকডাউন তাদের বিজ্ঞান চর্চাকে আটকে রাখতে পারেনি। আটকে রাখতে পারেনি তাদের বিজ্ঞানভিত্তিক চিন্তা চেতনাকে।

 

শত বাধা পেরিয়ে তারা আজও তাদের বিজ্ঞান চর্চা চালিয়ে যাচ্ছে এই ভার্চুয়াল জগতটাতে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড এবং সেই সাথে স্থানীয় বেশ কিছু বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়াড গুলো বিপুল পরিমাণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ তারই সাক্ষ্য বহন করে।

 

যারা তাদের বিজ্ঞানের জ্ঞানকে ঝালাই করে নেওয়ার সুযোগ খুঁজছিল এবং যারা আজও তাদের বিজ্ঞান চর্চাকে চালিয়ে যাচ্ছে তাদের শত বাধার মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আগামী ২১ মে থেকে শুরু হতে যাচ্ছে 'বোসন বিজ্ঞান সংঘ' কর্তৃক আয়োজিত দেশের সর্ববৃহৎ বিজ্ঞান-বিষয়ক ফেস্ট 'JN ISLAM MEGA FEST 2021'

 

এই মেগা ফেস্টে থাকছে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড সহ ২০টিরও বেশি সেগমেন্ট। সেগুলো সাজানোর সুবিধার্থে পুরো ফেস্টকে চারটি সেক্টরে ভাগ করা হয়েছে।

 

১। অলিম্পিয়াড সেক্টর।

২। কন্টেন্ট ক্রিয়েশন সেক্টর।

৩। বৈজ্ঞানিক পরীক্ষা প্রস্তাব-পত্র। (Scientific Experimental Research Paper)

৪। কুইজ, পাজল এবং অন্যান্য সেক্টর।

 

অলিম্পিয়াড সেক্টর

১. গণিত অলিম্পিয়াড (Math Olympiad)

২. পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (Physics Olympiad)

৩. রসায়ন অলিম্পিয়াড (Chemistry Olympiad)

৪. জীববিজ্ঞান অলিম্পিয়াড (Biology Olympiad)

৫. জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড (Astronomy Olympiad)

৬. পরিবেশ অলিম্পিয়াড (Nature Olympiad)

৭. ইনফরমেটিক্স অলিম্পিয়াড (Informatics Olympiad)

৮. নেচার অলিম্পিয়াড (Nature Olympiad)

 

ক্রিয়েশন সেক্টর

১. বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখন (Scientific Story Writing)

২. প্রবন্ধ লিখন (Article Writing)

৩. বুক রিভিউ (Book Review)

৪. ফটোগ্রাফি (Photography)

৫. বৈজ্ঞানিক ছোট গল্প (Scientific Short Story)

৬. বৈজ্ঞানিক মিম (Scientific Meme)

 

বৈজ্ঞানিক পরীক্ষা প্রস্তাব-পত্র (Scientific Experimental Research Paper)

 

কুইজ, পাজল এবং অন্যান্য সেক্টর

১. একক কুইজ (Solo Quiz)

২. দলীয় কুইজ (Team Quiz)

৩. আইকিউ টেস্ট (IQ Test)

৪. মার্ভেল ভার্সেস ডিসি কুইজ (Marvel vs. DC Quiz)

৫. চলমান বিজ্ঞান বিশ্ব (What is happening in science?)

৬. গুগোল ইট (Google It)

৭. ক্র্যাক দি ওয়ার্ড (Crack the word)

৮. সুডোকু (Sudoku)

 

ইভেন্টের সময়সূচী:

১ম দিন (১৯ জুন): গণিত অলিম্পিয়াড, একক কুইজ।

২য় দিন (২০ জুন): পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, গুগল ইট।

৩য় দিন (২১ জুন): রসায়ন অলিম্পিয়াড, দলীয় কুইজ।

৪র্থ দিন (২২ জুন): বায়োলজি অলিম্পিয়াড, আইকিউ টেস্ট।

৫ম দিন (২৩ জুন): এস্ট্রোনমি অলিম্পিয়াড, মার্ভেল ভার্সেস ডিসি কুইজ।

৬ষ্ঠ দিন (২৪ জুন): ইনফরমেটিক্স অলিম্পিয়াড, ক্র্যাক দি ওয়ার্ড।

৭ম দিন (২৫ জুন): Hey! It’s Puzzle Day. পরিবেশ অলিম্পিয়াড

 

ইভেন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক:

Registration Link (Olympiad Segments): forms.com/Olympic-Segments

Registration Link (Content Writing): forms.com/Content-Writing

Registration Link (Scientific Experimental Proposal Paper):

forms.com/Scientific-Experimental-Proposal-Paper

Registration Link (Quiz and Puzzle): forms.com/Quizz-and-Puzzle

Registration Link (Team Quiz): forms.com/Team-Quiz

ইভেন্টের ক্যাম্পাস এম্বাসেডর লিঙ্ক: forms.com/Campus-Ambassador-Registration

 

বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোগ করুন:

১) মোহাম্মদ মাজেদুর রহমান

সাধারণ সম্পাদক, বোসন বিজ্ঞান সংঘ।

ফোনঃ ০১৬৩৩-৯২৩৮৫১

ফেসবুকঃ facebook.com/majedursourov

 

২) রাইয়ান তাসফিন

যুগ্ন সম্পাদক, বোসন বিজ্ঞান সংঘ।

ফোনঃ ০১৯১৯-৩২৬৫৫৫

ফেসবুকঃ facebook.com/raian.prohore

 

৩) মোহাম্মদ শিথিল ইসলাম

গণিত সম্পাদক, বোসন বিজ্ঞান সংঘ।

ফোনঃ ০১৭০৬-৩৪২০৭১

ফেসবুকঃ facebook.com/drmc.shithil

 

Facebook Page: facebook.com/Bosonbigganshongho
Facebook Event: facebook.com/events/J-N-Islam-Mega-Fest-2021
Nature Awareness Partner: facebook.com/Remians-Nature-&-Earth-Club-RNEC