Details
751

৪ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি গ্রহণ

৪ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি গ্রহণ

অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ৪ ফেব্রুয়ারি হতে প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিপ্তর থেকে।

 

নির্দেশনা অনুযায়ী, দেশের সকল মাধ্যমিক, স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর উদ্দেশ্যে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করার জন্য। কোভিড-১৯ অতিমারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা।

 

সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি 'গাইড লাইন' তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ গাইড লাইন অনুযায়ী আগামী ০৪/০২/২০২১ তারিখের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়।

 

উল্লেখ্য যে, ৩৯ পাতার গাইড লাইনে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। গাইড লাইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে নির্দেশিত (৩ ফুট) শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। পুরো গাইড লাইনটি অনুসরণ করতে নিচের লিংকটি ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।  

 

গাইড লাইনঃ http://www.dshe.gov.bd/গাইড-লাইন

সম্পূর্ণ নোটিশঃ http://www.dshe.gov.bd/শিক্ষা-প্রতিষ্ঠান-পুনরায়-খোলার-নোটিশ