Details
836

প্রথম জাতীয় কুরআন অলিম্পিয়াড, ২০২১

প্রথম জাতীয় কুরআন অলিম্পিয়াড, ২০২১

 

পবিত্র মাহে রমজান-১৪৪২ উপলক্ষ্যে, মহাগ্রন্থ আল কুরআনের বাণী ছড়িয়ে দিতে শুরু হচ্ছে ১ম জাতীয় কুরআন অলিম্পিয়াড ২০২১। প্রতিযোগিতাটি খুবই সহজ ও সবার জন্যে উন্মুক্ত। শুধু আল কুরআনের শেষ পারার (৩০তম) বাংলা অর্থ পাঠের উপর প্রতিযোগিতা।

 

অলিম্পিয়াড এর সিলেবাস:

১ম রাউন্ড (বাছাই পর্ব) সিলেবাস: আল কুরআন এর ৩০তম (শেষ) পারার শুধু বাংলা অর্থ।

২য় ও গ্রান্ড ফিনাল পর্বের সিলেবাসে, ১ম রাউন্ডের সিলেবাস এর সাথে আরো কয়েকটি সূরার অর্থ সংযুক্ত হবে।

 

প্রতিযোগিদের গ্রুপ ২ (দুই) টি

  1. শিক্ষার্থী গ্রুপ: বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষার্থীই অংশ নিতে পারবেন।
  2. পেশাজীবী গ্রুপ: বাংলাদেশের যে কোনো পেশাজীবী নাগরিক (চাকুরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, গৃহীনি) অংশ নিতে পারবেন।

 

অলিম্পিয়াড এর রাউন্ড ও পরীক্ষা পদ্ধতি:

অলিম্পিয়াড মোট ৩টি রাউন্ডে অনুষ্ঠিত হবে।

১ম রাউন্ড: বাছাই পর্ব অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।

২য় রাউন্ড: সিলেকশন পর্ব (অনলাইন মাধ্যমে এমসিকিউ পরীক্ষা হবে)

গ্রান্ড ফিনালে : অনলাইন পরীক্ষা ও অনলাইন ভাইবা পরীক্ষা হবে।

 

অলিম্পিয়াড বিজয়ীদের পুরস্কার:

  • ১ম পুরস্কার (২টি): ১ লক্ষ টাকা
  • ২য় পুরস্কার (২টি): ওমরা হজ্জ
  • ৩য় পুরস্কার (২টি): ল্যাপটপ কম্পিউটার
  • ৪র্থ পুরস্কার (২টি): ট্যাব কম্পিউটার
  • ৫ম পুরস্কার (২টি): স্মার্টফোন
  • ৬ষ্ঠ-১০ম পুরস্কার (১০টি): মিনি লাইব্রেরি (প্রায় ১০ হাজার টাকার বই)
  • ১১তম-২০তম পুরস্কার (২০টি): টেবিল লাইব্রেরি (প্রায় ৫ হাজার টাকার বই) সহ সর্বমোট ১৯ লক্ষ টাকার ১০৪০ (এক হাজার চল্লিশ) টি পুরস্কার। 

 

প্রতিযোগিতায় যারা অংশ নিতে পারবেন:

বাংলাদেশের যে কোনো নাগরিক অংশ নিতে পারবেন। বাংলাদেশি প্রবাসীরাও অংশ নিতে পারবেন। অমুসলিমগনও অংশ নিতে পারবেন।

 

আবেদন পদ্ধতি

রেজিস্ট্রেশন যেভাবে করবেন:

কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে রেজিস্ট্রেশন কীভাবে করবেন, তা দেখতে পারেন

এই লিঙ্কেঃ cutt.ly/fc6jc1T

মোবাইল থেকে যেভাবে রেজিস্ট্রেশন করবেন, তা দেখতে পারেন

এই লিঙ্কেঃ cutt.ly/nc6jAzh

 

রেজিস্ট্রেশন ফর্মে আপনার দেওয়া পাসওয়ার্ড ও ফর্ম সাবমিট করার পর প্রাপ্ত আইডি সংরক্ষণ করবেন। পরীক্ষায় অংশ গ্রহণ ও ফলাফল দেখতে এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

প্রতিযোগী রেজিস্ট্রেশন, পরীক্ষা ও ফলাফলসহ অলিম্পিয়াড এর সকল কার্যক্রম সম্পন্ন হবে www.islamicprogrambd.com এই ওয়েবসাইটে।

 

রেজিস্ট্রেশন ফি: ১০০ (একশত) টাকা মাত্র

রেজিস্ট্রেশন ফি বিকাশ/ রকেট/ নগদ (Send Money বা Cash In) এর মাধ্যমে প্রদান করতে হবে । ওয়েবসাইটে নাম্বারগুলো দেওয়া আছে। যে কোনো মাধ্যমে ফি পাঠানোর পর উক্ত মাধ্যমের নাম/ নম্বর এবং ট্রানজেকশন আইডি সংগ্রহে রাখুন, রেজিস্ট্রেশন ফর্মে এটা লিখতে হবে।

 

অফিসিয়াল লিঙ্কঃ www.islamicprogrambd.com

রেজিস্ট্রেশান লিঙ্কঃ cutt.ly/ac6k3Rn 

আবেদনের শেষ তারিখ:২৫ এপ্রিল, ২০২১

১ম রাউন্ড (বাছাই) পরীক্ষা: ৬ই মে, ২০২১

ফেসবুক গ্রুপ লিঙ্কঃ cutt.ly/zc6zm7D

 

-----------------------

আতিক মাহমুদ