Details
658

এইচএসসির ফল ১৮ জানুয়ারির পর

এইচএসসির ফল ১৮ জানুয়ারির পর

পরীক্ষার ফল প্রস্তুত থাকলেও গত বছরের (২০২০ সালের) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে বিলম্বিত হচ্ছে। প্রচলিত আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান না থাকার কারণে অধ্যাদেশ জারির মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে পরবর্তীতে অধ্যাদেশ জারির পরিবর্তে, আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস করেই ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার।

 

১১ জানুয়ারি মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আর অধ্যাদেশ হচ্ছে না।সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগকালীন পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন তথা ফল দেয়ার বিধান যুক্ত করা হয়েছে।বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

 

সংশোধিত আইনের খসড়া আগামী ১৮ জানুয়ারি সংসদের অধিবেশনে উপস্থাপন ও পাসের পর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। তাই ১৮ জানুয়ারি ২০২১ এর আগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ  সম্ভব হচ্ছেনা।

 

HSC-2020 এর Pre-registration কার্যক্রম শুরু হয়েছে। ফলাফল প্রকাশের দিন স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে দ্রুত ফলাফল পেতে টেলিটক মোবাইল থেকে এখনই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ HSC<Space>Board Name<Space>Roll<Space>Year আর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।