Details
1070

এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড

২০২১ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড ১১ অক্টোবর পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd) এই তালিকা প্রকাশ করা হয়।

 

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বিলম্ব হচ্ছিল এবং এজন্য বেশ কয়েকবার পরীক্ষার তারিখ পেছানো হয়েছিল। অবশেষে আগামী ১৪ নভেম্বর হতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।

 

পরীক্ষার সূচি প্রকাশের পরই পরীক্ষা কত নম্বরে ও কত সময়ের হবে, তা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার পাশাপাশি পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও রুটিন প্রকাশ করা হয়েছে। নিচে পরীক্ষা কেন্দ্রের তালিকা বিস্তারিত দেখতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট লিংক দেয়া হলো।

 

এসএসসি পরীক্ষা-2021 এর কেন্দ্র তালিকাঃ

https://dhakaeducationboard.gov.bd/center-list.pdf