Details
597

“সায়েন্স উইদাউট বর্ডার চ্যালেন্জ” আন্তর্জাতিক স্টুডেন্ট আর্ট কনটেস্ট ২০২১

“সায়েন্স উইদাউট বর্ডার চ্যালেন্জ”(Science without Borders Challenge) আন্তর্জাতিক স্টুডেন্ট আর্ট কনটেস্ট ২০২১

আর্টের মাধ্যমে সমুদ্র যোগাযোগে শিক্ষার্থী ও শিক্ষকদের যুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক কনটেস্ট হল সায়েন্স উইদাউট বর্ডার চ্যালেঞ্জ। প্রত্যেক বছর এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া হয় যাতে তারা সৃজনশীলতা দিয়ে বিশ্বের সমুদ্র এবং অন্যান্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ করতে পারে। এছাড়াও খালেদ বিন সুলতান লিভিং ওসেন ফাউন্ডেশনের লক্ষ্যগুলোতে ভূমিকা রাখবে। এই চ্যালেন্জটি ১১-১৯ বছরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খোলা। বিজয়ীদের জন্য ৫০০ ডলারের উপরে অ্যাওয়ার্ড বৃত্তি দেয়া হবে।

 

এবছরের থীম দ্য ম্যাজিক অফ ম্যানগ্রোভ যেটি ইকোসিস্টেমকে নানা সুবিধা প্রদান করে। আর্টওয়ার্কটি কোয়ালিটি, অরিজিনালিটি এবং থীমের সাথে সামঞ্জস্যতা অনুসারে মূল্যায়ন করা হবে যেখানে আর্টিস্ট, এডুকেটর এবং বিজ্ঞানীরা বিচারক হিসেবে থাকবে।

 

আর্টওয়ার্কটি করার সময় আপনাকে যেসকল বিষয়গুলো বিবেচনা করা উচিত সেগুলো হল:

  • আপনার কনটেস্টের বিষয়টি আপনার আর্টওয়াক পূরণ করেছে কী না?
  • আপনার শৈল্পিক বক্তব্য বা চিন্তাধারা কী কনটেস্টের থীম বুঝতে পারার মাধ্যমে প্রকাশিত হয়েছে কী না?

 

বিজয়ীদের পুরস্কারঃ 

সায়েন্স উইদাউট বর্ডারস চ্যালেন্জ বিজয়ীদের 

১ম স্থান অধিকারী পাবে ৫০০ ডলার (সমমূল্য ৪২৫০০ টাকা প্রায়),

২য় স্থান অধিকারী ৩৫০ ডলার (৩০০০০ টাকা প্রায়) এবং 

৩য় স্থান অধিকারীর ২০০ ডলার (১৭০০০ টাকা প্রায়)

 

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক আর্ট প্রতিযোগিতা ১১-১৯ বছর বয়সের সকলের জন্য খোলা। শিক্ষার্থীদের অবশ্যই প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের বা সমমানের হোম স্কুলে এনরোলড হতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য হবে না।

কাজটি বয়স অনুযায়ী ২ টি ক্যাটেগরিতে বিচার করা হবে। প্রত্যেক ক্যাটেগরিতে ১ম, ২য় এবং ৩য় মোট ৩ টি পুরস্কার দেয়া হবে।

১১-১৪ বছর বয়সের শিক্ষার্থী

১৫-১৯ বছর বয়সের শিক্ষার্থী

 

** প্রতিযোগিতাটি বাংলাদেশ সহ সকল দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত 

 

আবেদনের শেষ তারিখ: মার্চ ১, ২০২১

আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কঃ cutt.ly/WjWog5k

সরাসরি আবেদনের লিঙ্কঃ cutt.ly/njWoxvY

 

-----------------------

আতিক মাহমুদ