কীভাবে প্রস্তুতি নেবেন
কীভাবে প্রস্তুতি নেবেন
How to Prepare
কোন কাজই বিশেষভাবে শক্ত নয় যদি আপনি তাকে ছোট ছোট ধাপে ভেঙে নিয়ে করতে পারেন। - হেনরি ফোর্ড
ঠিকমতো প্রস্তুতি নিলে উদ্বেগ কমে, এবং কর্মদক্ষতা বেড়ে যায়। প্রশ্ন হল, ‘ঠিকমতো প্রস্তুতি’ কিভাবে নেবেন? এর অনেকগুলি ধাপ আছেঃ
নিচে সাতটা স্ব-অন্তর্ঘাতী সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। যারা নেতিবাচক মানসিকতার শিকার, তাদের অধিকাংশের মধ্যে এই সমস্যা গুলো দেখা যায়। এর মধ্যে যেগুলো আপনার নিজের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হয়, সেগুলো ভালোভাবে লক্ষ্য করুন। এইসব স্ব-অন্তর্ঘাতী সমস্যার বিপরীতে যে সাফল্যমুখী গুনগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে আত্মস্থ করুন। আপনার মধ্যে যেসব গুণ আছে তার উপর ভরসা করে এগিয়ে যান, সমস্যা গুলোকে আস্তে আস্তে গুনে পরিণত করার চেষ্টা করুন।
স্ব-অন্তর্ঘাত vs সাফল্য
* প্রস্তুতি না নিয়ে কাজ করতে গিয়ে আমি প্রায়ই ব্যর্থতার সম্মুখীন হই
* কোন কাজ হাতে নেবার আগে আমি সর্বাত্মক প্রস্তুতি নেই
* গুরুত্বপূর্ণ কাজ করবার আগে আমি বিশেষভাবে ভাবনা চিন্তা করি না
* যে কোন গুরুত্বপূর্ণ কাজ করবার আগে আমি ভাবি, পরিকল্পনা করি, কী কী দরকারি কাজ এজন্য করতে হবে তার একটা তালিকা লিখে ফেলি
* আমি সব কাজই শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রেখে দেই
* আমি যখনকার যা কাজ সেটা তখনই করে রাখি
* তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে আমার কাজে গুণগত উৎকর্ষতা বজায় রাখা শক্ত হয়
* আগে থেকে পরিকল্পনা করে রাখি। তারপরে অনেক সময় ব্যয় করে আমি কাজটা বারবার অভ্যাস করি এবং মানসিক প্রস্তুতি নেই। ফলে আমার কাজের মান খুব একটা খারাপ হয় না
* আমি অত্যধিক মাত্রায় আবেগপ্রবণ
* আমি কোন কাজ করবার আগে ঠান্ডা মাথায় বিচার-বিবেচনা করি
* কোন কাজ করবার আগে মানসিক উদ্বেগ আমাকে প্রায় অবশ করে ফেলে
* উদ্বিগ্ন হয়ে মানসিক এবং শারীরিক শক্তির অযথা অপব্যয় না করে, আমি সেই শক্তিকে প্রস্তুতির কাজে লাগাই
* প্রস্তুতির অভাবকে আমি ব্যর্থতার প্রধান অন্যতম অজুহাত হিসেবে ব্যবহার করি
* আমি যথাযথ প্রস্তুতি নিয়ে কাজে নামি। তারপরে ফলাফল কি হবে তা নিয়ে বিশেষ মাথা ঘামাই না
  31 Mar, 2019       1092   views
More