বাগধারা সংগ্রহ (ট-ন)
( ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন )
ট
টনক নড়া = চৈতন্যোদয় হওয়া
টাকার কুমির = ধনী ব্যক্তি
টেকে গোঁজা = আত্মসাৎ করা
টুপভুজঙ্গ = নেশায় বিভোর
ঠ
ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা
ঠোঁট কাটা = বেহায়া
ঠগ বাছতে গাঁ উজাড় = আদর্শহীনতার প্রাচুর্য
ঠুঁটো জগন্নাথ = অকর্মণ্য
ঠেলার নাম বাবাজি = চাপে পড়ে কাবু
ড
ডুমুরের ফুল = দুর্লভ বস্তু
ডাকের সুন্দরী = খুবই সুন্দরী
ডুমুরের ফুল = দুর্লভ বস্তু
ডান হাতের ব্যাপার = খাওয়া
ডামাডোল = গণ্ডগোল
ঢ
ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা
ঢাকের কাঠি = মোসাহেব, চাটুকার
ঢাকের বাঁয়া = অপ্রয়োজনীয়
ঢেঁকির কচকচি = বিরক্তিকর কথা
ঢি ঢি পড়া = কলঙ্ক প্রচার হওয়া
ঢিমে তেতালা = মন্থর
ণ
***
ত
তালকানা = বেতাল হওয়া
তাসের ঘর = ক্ষণস্থায়ী
তামার বিষ = অর্থের কু প্রভাব
তালপাতার সেপাই = ক্ষীণজীবী
তিলকে তাল করা = বাড়িয়ে বলা
তুলসী বনের বাঘ = ভণ্ড
তুলা ধুনা করা = দুর্দশাগ্রস্ত করা
তুষের আগুন = দীর্ঘস্থায়ী ও দুঃসহ যন্ত্রণা
তীর্থের কাক = প্রতীক্ষারত
থ
থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া
থরহরি কম্প = ভীতির আতিশয্যে কাঁপা
দ
দা-কুমড়া = ভীষণ শত্রুতা
দহরম মহরম = ঘনিষ্ঠ সম্পর্ক
দু মুখো সাপ = দু জনকে দু রকম কথা বলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী
দিনকে রাত করা = সত্যকে মিথ্যা করা
দুধে ভাতে থাকা = খেয়ে-পড়ে সুখে থাকা
দেঁতো হাসি = কৃত্তিম হাসি
দাদ নেওয়া = প্রতিশোধ নেয়া
দুকান কাটা = বেহায়া
দুধের মাছি = সু সময়ের বন্ধু
ধ
ধরাকে সরা জ্ঞান করা = সকলকে তুচ্ছ ভাবা
ধড়া-চূড়া = সাজপোশাক
ধরাকে সরা জ্ঞান করা = অহঙ্কারে সবকিছু তুচ্ছ মনে করা
ধর্মের ষাঁড় = যথেচ্ছাচারী
ধর্মের কল বাতাসে নড়ে = সত্য গোপন থাকে না
ধরি মাছ না ছুঁই পানি = কৌশলে কার্যাদ্ধার
ন
ননীর পুতুল = শ্রমবিমুখ
নয় ছয় = অপচয়
নাটের গুরু = মূল নায়ক
নাড়ি নক্ষত্র = সব তথ্য
নিমক হারাম = অকৃতজ্ঞ
নিমরাজি = প্রায় রাজি
নামকাটা সেপাই = কর্মচ্যূত ব্যক্তি
নথ নাড়া = গর্ব করা
নেই আঁকড়া = একগুঁয়ে
নগদ নারায়ণ = কাঁচা টাকা/নগদ অর্থ
নেপোয় মারে দই = ধূর্ত লোকের ফল প্রাপ্তি
  20 Sep, 2018       1631   views
More