অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্সিং বা অফিস মিটিং এগুলো সবই করা যাবে বহুল ব্যবহৃত হোয়াটস অ্যাপের মাধ্যমে
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। কিন্ত এই অ্যাপ এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ তাই মুশকিল আসানে এবার হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ শীঘ্রই ফেসবুকের ম্যাসেঞ্জার রুমগুলিতে শর্টকাট ব্যবহার করে 50 জন ব্যক্তির সাথে ভিডিও কল হোস্ট করতে সক্ষম হতে পারে। এই নতুন বৈশিষ্ট্যটির সাথে, হোয়াটসঅ্যাপ ভিডিও কনফারেন্সিং সরঞ্জামগুলির যেমন- জুম, স্কাইপ এবং গুগল মিটের নতুন বিকল্প হিসাবে আত্মপ্রকাশ করবে।
কিছুদিন আগেই জানাগিয়েছিল যে Facebook এর Messenger Rooms এর টেস্টিং শুরু হয়েছে হোয়াটসঅ্যাপেও। মেসেঞ্জার রুমের মাধ্যমে এক সঙ্গে ৫০ জন ভিডিও ক্লিং করতে পারবে। অপেক্ষার দিন শেষ, এবার আপনিও চাইলে একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা ভিডিও চ্যাট করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকিং সাইট WABetainfo গত ৮ মে ম্যাসেজিং অ্যাপ্লিকেশনটির আসন্ন এই বিশেষ ফিচার প্রকাশ করেছে। এটি ঘোষণা করেছে যে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম, হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য মেসেঞ্জার রুমের শর্টকাটে কাজ করছে, উল্লেখ করে যে এটি বর্তমানে বিটা মোডে রয়েছে।
ইতিমধ্যেই Android বিটা ভার্সনে এই ফিচারের আপডেট পাঠিয়ে দিয়েছে WhatsApp। শীঘ্রই স্টেবেল ভার্সানেও পৌঁছে যেতে পারে এই ফিচার। WABetaInfo দাবি করছে যে নতুন আপডেট Android বিটা 2.20.163 ভার্সনের হাত ধরে এই ফিচারটি পৌঁছে যাচ্ছে। তো আপনি যদি বিটা টেষ্টার হন আর এখনও আপনি এই আপডেটটি পাননি তাহলে অ্যাপ আনইন্সটল করে ফের ইন্সটল করুন। শীঘ্রই স্টেবেল ভার্সানেও পৌঁছে যেতে পারে এই ফিচার।
মেসেঞ্জার রুম এমন একটি প্লাটফর্ম, যেখানে প্রাইভেট স্পেসে লিঙ্ক শেয়ার করে ভিডিও কলিং করা সম্ভব। এমন কী যারা ফেসবুক অ্যাপ ব্যবহার করেণ না তারাও খুব সহজেই লিঙ্কে ক্লিক করে সংযুক্ত হতে পারবেন ভিডিও কলে। ফেসবুক ম্যাসেঞ্জারে রুমের বিষয়ে বললে এতে ব্যবহারকারীরা অ্যাপ স্যুইচ না করেই Whatsapp বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও চ্যাট রুমে যুক্ত হতে পারে।
নতুন এই ফিচারটি কেমন দেখতে হবে আর কীভাবে কাজ করবে তা দেখানোর জন্য একটি স্ক্রিনসট শেয়ার করেছে WABetaInfo। হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার রুমের শর্টকাট অপশনটি Attachment-এর মধ্যে থকাবে। ফিচারটি রোলআউট করার পর গ্রহাকরা এখানে ইমেজ, কন্টাক্ট-এর মতো অপশনের সঙ্গে নিচে মেসেঞ্জার রুমের অপশনটি দেখতে পাবেন।
এছাড়াও মেসেঞ্জার রুমের অপশন দেখা যাবে মেন মেনুতে। যেখানে গ্রাহকরা নতুন গ্রুপ, Archeived আর Starred মেসেজ এর অপশন দেখতে পান সেখানে দেখা যাবে মেসেঞ্জার রুমও। আপনি যখন রুম তৈরি করবেন তখন হোয়াটস অ্যাপ আপনার কাজ থেকে মেসেঞ্জারে রিডিরেক্ট করার জন্য জিজ্ঞেস করতে পারে।
-----------------------
আতিক মাহমুদ
  29 May, 2020       655   views