Bangladesh IQ Olympiad 2020
শিশুরা মহান সৃষ্টিকর্তার বিশেষ উপহার। আমাদের উচিত তাদের প্রতিভা বিকাশে উৎসাহ দান করা এবং তারা যাতে নিত্য নতুন জ্ঞানলাভের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার উন্নতি ঘটাতে পারে তার সুযোগ করে দেয়া।
একজন অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব হল, শিক্ষার্থীর বুদ্ধির অবস্থা সম্পর্কে জানা, বোঝা এবং এর সার্বিক বিকাশে যথাযথ পদ্ধতি অবলম্বন করা। একজন শিক্ষার্থীর তার বুদ্ধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে সে তার বুদ্ধির দূর্বল দিকগুলো চিহ্নিত করতে পারবে এবং তা কাটিয়ে ওঠার জন্য সঠিক উপায়ে চেষ্টা করলে একজন পূর্ণাঙ্গ বুদ্ধিদীপ্ত মানুষ হতে পারবে।
Bangladesh IQ Olympiad, এ অংশগ্রহণ করে আপনার সন্তানের বুদ্ধিমত্তার স্কোর জানুন এবং তার দুর্বল দিক গুলির দ্রুত উন্নতি করতে বৈজ্ঞানিক ও বিশ্বখ্যাত পদ্ধতি গ্রহণ করুন। আপনার শিশুটিকে পরিবর্তনশীল বিশ্বে মেধা দিয়ে জটিল সমস্যার সমাধান করে সাফল্যের সাথে এগিয়ে যেতে সাহায্য করুন। প্রযুক্তির এই যুগে মেধা আর সৃষ্টিশীলতা দিয়েই টিকে থাকবে আপনার শিশুটি। সেই হতে পারে পরিবার, সমাজ, দেশ কিংবা বিশ্বকে বদলে দেয়ার একজন।
একটি মেধাবী প্রজন্ম তৈরীর লক্ষ্যে নানা ধরনের অলিম্পিয়াড (ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, আইকিউ, ইংলিশ ইত্যাদি) অনুষ্ঠিত হয়। এসকল প্রতিযোগিতায় প্রতি বছর অংশগ্রহণ করে স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা। শিশুদের মেধা বিকাশের একটি অনন্য এবং কার্যকরী প্রোগ্রাম হওয়ায় বাংলাদেশের শিক্ষার্থী এবং অভিভাবক মহলে এটি অত্যন্ত জনপ্রিয়।
প্রতিবছরের মত এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে National IQ Olympiad অর্থাৎ ‘বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড ২০২০’। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে একজন শিক্ষার্থী তার বুদ্ধিমত্তার স্কোর জানতে পারবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ
আগ্রহী হলে নিচের অনলাইন ফর্ম এর লিংক এ ক্লিক করুন এবং ফরমটি পূরণ করে সাবমিট করুন।
রেজিস্ট্রেশান লিঙ্কঃ https://cutt.ly/9rTixlU
ফেসবুক পেজঃ https://www.facebook.com/bangladeshiqolympied/
ক্যাটাগরি ও পর্ব সমূহ:
ক্যাটাগরি-১: নার্সারি থেকে প্রথম শ্রেণির পূর্ব পর্যন্ত
ক্যাটাগরি-২: ১ম থেকে ২য় শ্রেণি
ক্যাটাগরি-৩: ৩য় থেকে ৫ম শ্রেণি
ক্যাটাগরি-৪: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
ক্যাটাগরি-৫: ৯ম থেকে ১২শ শ্রেণি
১ম_পর্বঃ স্কুল/কলেজ পর্যায়
২য়_পর্বঃ জাতীয় পর্যায়
৩য়_পর্বঃ টেলিভিশন পর্যায়
৪র্থ_পর্বঃ আন্তর্জাতিক পর্যায় ও ফ্রি বিদেশ ভ্রমণ
পুরস্কার:
রেজিস্ট্রেশান ফি: 300 টাকা
  17 May, 2020       552   views
করোনায় শিক্ষা ছাড়াও কী হারাচ্ছে শিশুরা  (Post)
ফেসবুকের লাইভ ভিডিও দেখার জন্য দিতে হতে পারা টাকা ।। লাইভ ব্রডকাস্টারদের জন্য সুখবর  (Post)
এবার অনলাইন ক্লাস চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতেও  (Post)
National Multiple Creativity Competition 2020   (Post)
ন্যাশনাল হ্যাকাথন ক্যাম্পেইন প্রতিযোগিতা   (Post)
More