কোয়ারেন্টিনে ব্লগ লিখে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার || ব্লগ কম্পিটিশন ২০২০
কোয়ারেন্টিনের অবসর সময়টিকে কাজে লাগানোর জন্যে ভার্টিকাল ইনোভেশনস আয়োজন করছে ব্লগ কম্পিটিশন ২০২০।
বিষয় সমূহঃ
১। ইন্টারনেট অফ থিংস (Internet of Things)
২। অটোমেশন (Automation)
৩। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)
বিজয়ীদের জন্যে থাকছেঃ
প্রথম পুরষ্কারঃ ১,৫০০ টাকা
দ্বিতীয় পুরষ্কারঃ ১,০০০ টাকা
তৃতীয় পুরষ্কারঃ ৫০০ টাকা
এছাড়া নির্বাচিত সকল ব্লগ ভার্টিকাল ইনোভেশনসনের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে। নির্বাচিত লেখকবৃন্দকে সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রতিযোগিতার নিয়মাবলীঃ
১। একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি ব্লগ জমা দিতে পারবেন।
২। ব্লগ বাংলা বা ইংরেজি ভাষায় লিখতে পারবেন।
৩। সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে ব্লগ লিখতে হবে।
৪। এই লিংকে (https://www.vertical-innovations.com/bn/competition-2/) ব্লগ জমা দিতে হবে
৫। প্রতিযোগিতার ৫০% নম্বর ফেসবুক রিএকশন/শেয়ারের এর মাধ্যমে নির্ধারিত হবে।
যেকোন তথ্যের জন্যে যোগাযোগ করুন Vertical Innovations Limited এর ফেসবুক পেইজে
অথবা ইমেল করুন info@vertical-innovations.com এই ঠিকানায়।
  11 May, 2020       817   views
More