ভৌত রাশি এবং পরিমাপ
ভৌত রাশি এবং পরিমাপ
সকল সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. মৌলিক রাশি কাকে বলে?
উত্তর : যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির ওপর নির্ভরশীল নয় এবং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে।
প্রশ্ন-২. লব্ধ রাশি কাকে বলে?
উত্তর : যে সকল রাশি মৌলিক রাশির পরিমাপের ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লন্ধ রাশি বলে।
প্রশ্ন-৩. পরিমাপের একক কাকে বলে?
উত্তর : পরিমাপের জন্য কোনো রাশির যে অংশকে আদর্শ ধরে রাশিটি পরিমাপ করা হয় তাকে ঐ রাশির পরিমাপের একক বলে।
প্রশ্ন-৪. ভার্নিয়ার স্কেল কী?
উত্তর : ভার্নিয়ার স্কেল হচ্ছে একটি সাহায্যকারী স্কেল যা মূল স্কেলের সাথে ব্যবহার করা হয় এবং যার সাহায্যে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের ভগ্নাংশ পরিমাপ করা যায়।
প্রশ্ন-৫. ভার্নিয়ার ধ্রুবক কী?
উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে।
প্রশ্ন-৬. পিচ কী?
উত্তর : স্ক্রু গজের স্কুকে একবার ঘুরালে এর রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে।
প্রশ্ন-৭. লঘিষ্ঠ গণন কী?
উত্তর : বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন।
প্রশ্ন-৮. মাত্রা কী?
উত্তর: কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।
প্রশ্ন-৯. যান্ত্রিক ত্রুটি কী?
উত্তর: পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপ জোখের জন্যে আমাদের যন্ত্রের প্রয়োজন হয়। সেই যন্ত্রে যদি ত্রুটি থাকে তাকে যান্ত্রিক ত্রুটি বলে।
প্রশ্ন-১০. ব্যক্তিগত ত্রুটি কী?
উত্তর: পর্যবেক্ষণের সময় নিজের কারণে পাঠে যে ত্রুটি হয় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।
প্রশ্ন-১১. এক মোল কাকে বলে?
উত্তর: যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বন-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন পরমাণু, অণ, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলোর নির্দিষ্ট কোনো গ্রুপ) থাকে তাকে এক মোল বলে।
প্রশ্ন-১২. বল একটি লব্ধ রাশি কেন?
উত্তর : আমরা জানি, বল = ভর X সরণ/ সময়২
সুতরাং দেখা যাচ্ছে যে, বলকে প্রকাশ করার জন্য ভর, সরণ ও সময় এ তিনটি মৌলিক রাশির প্রয়োজন, অর্থাৎ বল এসব রাশির ওপর নির্ভরশীল। সুতরাং বল একটি লন্ধ রাশি।
প্রশ্ন-১৩. এস আই একক কী?
উত্তর : বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে মাপজোখের একই রকম আদর্শের প্রয়োজন হয়ে পড়ে। এ কারণে 1960 সাল থেকে দুনিয়া জোড়া বিভিন্ন রাশির একই রকম একক চালুর সিদ্ধান্ত হয়। এককের এই পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এস আই পদ্ধতি।
প্রশ্ন-১৪. স্ক্রু গজের লঘিষ্ট গণন 0.01 mm বলতে কী বোঝায়?
উত্তর : আমরা জানি, স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন। সুতরাং কোনো স্ক্রুগজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে বোঝায় উক্ত স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র একভাগ ঘুরালে এর প্রান্ত তথা দ্রুটি 0.01mm পরিমাণ সরে আসবে।
প্রশ্ন-১৫. ভার্নিয়ার সমপাতন বলতে কী বোঝ?
উত্তর : স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপের ক্ষেত্রে ভার্নিয়ারের যে দাগটি প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলে থাকে বা কাছাকাছি থাকে ভার্নিয়ার স্কেলের সেই দাগকে ভার্নিয়ারের সমপাতন বলা হয়।
প্রশ্ন-১৬. ভার্নিয়ার সমপাতন 6 বলতে কী বোঝ?
উত্তর : ভার্নিয়ার সমপাতন 6 বলতে বোঝায়, বাম দিক হতে গুণলে ভার্নিয়ার স্কেলের 6নং দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলেছে অথবা প্রধান স্কেলের কোনো একটি দাগের সবচেয়ে কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে ভার্নিয়ার ধ্রুবককে 6 দ্বারা গুণ করে নির্ণেয় রাশির (দৈর্ঘ্য) ভার্নিয়ার পাঠ নির্ণয় করা হয়।
  28 Dec, 2019       1625   views
More