National Multiple Creativity Competition 2020
টিম বাংলাদেশ প্রথমবারের মতো "National Multiple Creativity festival" এর আয়োজন করছে। টিম বাংলাদেশ একটি তরুন সংস্থা যা ২০১৮ সাল থেকে সমাজের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে এসেছে। বিগত দুইবছর টিম বাংলাদেশ পথশিশুদের জন্য ঈদ সামগ্রী এবং রমজানে মাসে ইফতারের আয়োজন সহ বিনামূল্যে সকলের জন্য ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেছে। নিচের লিঙ্ক এ ক্লিক করে তাদের ফেসবুক পেজ এ যোগাযোগ করুনঃ
ফেইসবুক পেইজ- cutt.ly/QyWIASN
ই-মেইল- teambangladesh78@gmail.com
১. আলোকচিত্র প্রতিযোগীতা
২. চিত্রাংকন প্রতিযোগীতা
৩. কারুশিল্প প্রতিযোগীতা
৪. পিনপয়েন্ট দা ম্যাপ
৫. টিম বেইজড প্রতিযোগীতা
৬. কুইজ প্রতিযোগীতা টিম
৭. নিজের যোগ্যতা উপস্থাপন
বিঃ দ্রঃ অংশগ্রহনের তারিখ পরিস্থিতির উপর নির্ভরশীল
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিযোগীতার মাধ্যমে শিশুকিশোর এবং তরুনদের সুপ্ত প্রতিভা সকলের সামনে প্রকাশ করার একটি বড় সুযোগ সৃষ্টি করা হবে বলে আমরা আশা করছি
অংশগ্রহনের যোগ্যতা:
১০-২৫ বছর বয়সী যেকোন শিশুকিশোর বা তরুন তরুনী এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।
#ষষ্ঠ শ্রেনির নিচে সবাই জুনিয়র গ্রুপের
#সপ্তম শ্রেনি থেকে দশম শ্রেনি সেকেন্ডারি গ্রুপের
#একাদশ থেকে বিশ্ববিদ্যালয়ের সবাই সিনিয়র গ্রুপের
ইভেন্ট এ রেজিস্ট্রেশান করেতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
অংশগ্রহনের নিয়মাবলীঃ
# যে যেই বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করবে এবং ১ম পর্যায়ের রেজিস্ট্রেশন একদম ফ্রি এর পর যারা ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তাদের বিষয় ভিত্তিক রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন ফি প্রদান করে মূল অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করেই কেবল অংশগ্রহন করতে হবে। সকল বিষয়ের সকল সফট কপি উপরে উল্লিখিত ই-মেইলে আগামী ৩০শে, মে ২০২০ এর মধ্যে জমা দিতে হবে। আর হার্ড কপি ঢাকার মধ্যে সংগঠনটি নিজস্ব উদ্যোগে সংগ্রহ করে নিবে আর ঢাকার বাহিরে হলে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে ৩০শে, মে ২০২০ এর মধ্যে।
শুধু মাত্র ফাইনাল রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন ফিঃ
# আলোকচিত্র প্রতিযোগীতা: ১০২০টাকা
# চিত্রাংকন প্রতিযোগীতা : ৫২০ টাকা
# কারুশিল্প প্রতিযোগীতা: ৩৫০ টাকা
# পিনপেয়েন্ট দা ম্যাপ: ১২০ টাকা
# কুইজ প্রতিযোগীতা: ১২০
# টিম বেইজ প্রতিযোগীতা: ১২০ টাকা
# অন্যান্য: ফ্রি!!!
বিকাশ-০১৯৩৭৩০৯২২৪
১. আলোকচিত্র প্রতিযোগীতাঃ
* অবশ্যই নিজের তোলা ছবি হিতে হবে।
* কোন প্রকার জলছাপ বা লোগো ব্যাবহার করা যাবেনা।
* রেজুলেশন ভালো হতে হবে। png/pdf
* একজন সর্বোচ্চ ৫ টি ছবি পাঠাতে পারবে।
* ছবি নিজের নাম, গ্রুপ ও ক্যাপশন দিয়ে রিনেইম করে ইমেইলে পাঠাতে হবে।
২. চিত্রাংকন প্রতিযোগীতাঃ
* নিজের হাতে আকা ছবি সাবমিট করতে হবে ।
* ছবির একটি ক্যাপশন দিতে হবে।
* ইমেইল করার সময় নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ,গ্রুপ অবিশ্যই দিতে হবে।
* চিত্রকর্ম বাছাই হলে ঢাকার মধ্যে যারা আছেন তাদের ছবি গিয়ে সংগ্রহ করা হবে।
* কেউ চাইলে অনুষ্ঠানের দিন সকালে বাছাইকৃত চিত্রকর্মটি প্রদর্শনীর জন্য সাবমিট করতে পারবে।
* যেকোন মাধ্যমেই ছবি আকা যাবে ।
* এই ক্ষেত্রে ডিজিটাল আর্ট গ্রহনযোগ্য হবেনা।
৩. কারুশিল্প প্রতিযোগীতাঃ
* নিজের হাতে করা যেকোন ধরনের কারুশিল্পের ছবি ইমেইলে পাঠাতে হবে।
* বাছাই করা হলে তা ঢাকার বাইরে হলে কুরিয়ার করে পাঠাতে হবে এবং ঢাকার ভিতরে হলে তা সংগ্রহ করে আনা হবে।
* চাইলে অনুষ্ঠানের দিনও শিল্পর্ম সাবমিট করা যাবে ।
৪. পিনপয়েন্ট দা ম্যাপঃ
* প্রতিযোগীতার দিন স্ব-শরীরে এসে প্রতিযোগীতায় অংশগ্রহন করতে হবে ।
* একটি মানচিত্র দেয়া হবে এবং নির্দিষ্ট কোন স্থান খুজে বের করতে হবে।
* সবচেয়ে কম সময়ে সঠিক স্থান যে খুজে বের করতে পারবে তাকে বিজয়ী বলে ঘোষনা করা হবে।
* কোন রকম অসদুপায় অবলম্বন করলে তাকে বাতিল বলে গন্য করা হবে .
৫. টিম বেইজ কম্পিটিশনঃ
* প্রতিযোগীতার দিন স্ব-শরীরে অংশগ্রহন করতে হবে।
* আগের থেকে টিম করা অবশ্যক নয় ।
* প্রতিযোগীতার আগে সবার মধ্যে টিম করে দেয়া হবে।
* প্রতিটি টিমে কিছু জিনিসপত্র দেয়া হবে যা দিয়ে একটি স্ট্রাকচার বানাতে হবে।
* স্ট্রাকচার বানানোর জন্য ৪৫ মিনিট সময় পাবে প্রতিটি টিম।
* স্ট্রাকচার বানানো শেষ হলে সেই স্ট্রাকচার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দিতে হবে।
* দক্ষ বিচারকদের দ্বারা বিচারকার্য সম্পন্ন করা হবে এবং সেরা ৩ টি দলের সবাইকে পুরষ্কৃত করা হবে
৬. কুইজ প্রতিযোগীতাঃ
* প্রথমে লিখিত পরিক্ষার মাধ্যমে ১৫ জন্য প্রতিযোগী নির্বাচন করা হবে।
* ফাইনাল রাউন্ডে প্রতিযোগীদের মধ্যে কুইক কুইজ পরিচালনা করা হবে। যে সবচেয়ে বেশী প্রশ্নের উত্তর দবে তাদের মধ্যে ৩ জন কে বিজয়ী ঘোষনা করা হবে
৭. নিজের যোগ্যতা উপস্থাপনঃ
* অনলাইন প্লাটফর্মে রেজিশট্রেশন করার মাধ্যমে সবাইকে অনুষ্ঠানের দিন অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে। তারপর লটারীর মাধ্যমে সবাইকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর তাদের যোগ্যতা উপস্থাপন করতে হবে তার মধ্যে থেকে প্রথম 5 জন কে পুরষ্কার দেওয়া হবে।
# অংশগ্রহনের পূর্বে নিম্নোক্ত গুগল ফর্মটি পূরন করতে হবে।
#প্রতিযোগীতার বিজয়ী নির্ধারনের ক্ষেত্রে টিম বিচারক এবং আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
★ আলোকচিত্র, চিত্রাংকন ও কারুশিল্প প্রতিযোগীতায় প্রতি গ্রুপ থেকে ৩ জনকে বিজয়ী ঘোষনা করা হবে এবং পুরষ্কার হিসেবে থাকছে
★ একটি আকর্ষনীয় ক্রেস্ট।
★ উইনার সার্টিফিকেট।
★ বিশেষ উপহার ও প্রাইজ মানি।
এবং অংশগ্রহনকারী সকলের জন্য থাকছে নমিনেশনাল এওয়ার্ড,সার্টিফিকেট
★ পিনপয়েন্ট দা ম্যাপ প্রতিযোগীতায় ৩ জনকে সেরা প্রতিযোগী হিসেবে পুরষ্কৃত করা হবে এবং পুরষ্কার হিসেবে থাকছে-
★ আকর্ষনীয় ক্রেস্ট
★ উইনার সার্টিফিকেট
★ বিশেষ উপহার
★ টিম বেজড কম্পিটশনের সেরা তিনটি দলকে বিজয়ী ঘোষনা করা হবে এবং পুরষ্কার হিসেবে থাকছে
★ বিশেষ উপহার এবং
★ বিশেষ সার্টিফিকেট
★ মেডেল
★ যোগ্যতা যাচাই প্রতিযোগীতার উইনার দেরর জন্য থাকছে আকর্ষনীয় উপহার।
★ সকল প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকলের জন্যই থাকছে টি-শার্ট র্সর্টিফিকেট এবং স্ন্যাকসের ব্যবস্থা ।
For Volunteer Registration
https://docs.google.com/forms/d/1T9y92mZn_XsmfC8DyxHeXOoIfsFL8j4NLNUj10Z30Nk/edit
  15 May, 2020       503   views
অনলাইন কোর্স করুন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফ্রিতে  (Post)
যে সকল উপায়ে টিকে থাকবেন করোনা–পরবর্তী চাকরির বাজারে  (Post)
ন্যাশনাল হ্যাকাথন ক্যাম্পেইন প্রতিযোগিতা   (Post)
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় শর্ট ফিল্ম ফেস্টিভাল  (Post)
পাবলিক বিশ্ববিদ্যালয় গুলির জন্য সম্মিলিত ভর্তি পরীক্ষা এই বছর থেকে শুরু হবে  (Post)
More