Definition, Structure and Example of Tense
ক্রিয়া সম্পাদনের সময়কে কাল বা Tense বলে।
Tense প্রধানত 3 প্রকার। যথাঃ 1. Present Tense 2. Past Tense 3. Future Tense
ক্রিয়া সম্পাদনের সময়কে আরও স্পষ্টভাবে বুঝাবার জন্য প্রত্যেক প্রকার Tense কে আবার 4 ভাগে ভাগ করা হয়। যেমনঃ
Structure: Subject + V1* + Object
Example: I eat rice. (আমি ভাত খাই)
He eats rice. (সে ভাত খায়)
Structure: Subject + am/is/are + V1 + ing + Object
Example: I am eating rice. (আমি ভাত খাইতেছি/খাচ্ছি)
He is eating rice. (সে ভাত খাইতেছে/খাচ্ছে)
Structure: Subject + have/has + V3 + Object
Example: I have eaten rice. (আমি ভাত খেয়েছি)
He has eaten rice. (সে ভাত খেয়েছে)
Structure: Subject + have/ has + been + V1 + ing + Object
Example: I have been eating rice for two hours. (আমি দুই ঘণ্টা যাবত ভাত খাইতেছি/খাচ্ছি)
He has been eating rice for two hours. (সে দুই ঘণ্টা যাবত ভাত খাইতেছে/খাচ্ছে)
Structure: Subject + V2 + Object
Example: I ate rice. (আমি ভাত খেয়েছিলাম)
He ate rice. (সে ভাত খেয়েছিলো)
Structure: Subject + was/were + V1 + ing + Object
Example: I was eating rice. (আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম)
He was eating rice. (সে ভাত খাইতেছিল/খাচ্ছিলো)
Structure: Subject + had + V3 + Object
Example: I had eaten rice. (আমি ভাত খেয়েছিলাম)
He had eaten rice. (সে ভাত খেয়েছিলো)
Structure: Subject + had + been + V1 + ing + Object
Example: I had been eating rice for two hours. (আমি দুই ঘণ্টা যাবত ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম)
He had been eating rice for two hours. (সে দুই ঘণ্টা যাবত ভাত খাইতেছিল/খাচ্ছিলো)
Structure: Subject + shall/will + V1 + Object
Example: I shall eat rice. (আমি ভাত খাবো)
He will eat rice. (সে ভাত খাবে)
Structure: Subject + shall/will + be + V1 + ing + Object
Example: I shall be eating rice. (আমি ভাত খাইতে থাকবো)
He will be eating rice. (সে ভাত খাইতে থাকবে)
Structure: Subject + shall/will + have + V3 + Object
Example: I shall have eaten rice. (আমি ভাত খেয়ে থাকবো)
He will have eaten rice. (সে ভাত খেয়ে থাকবে)
Structure: Subject + shall/will + have + been + V1 + ing + Object
Example: I shall have been eating rice for two hours. (আমি দুই ঘণ্টা যাবত ভাত খাইতে থাকবো)
He will have been eating rice for two hours. (সে দুই ঘণ্টা যাবত ভাত খাইতে থাকবে)
*Present (V1) |
Past (V2) |
Past Participle (V3) |
Eat |
Ate |
Eaten |
Do |
Did |
Done |
Come |
Came |
Come |
etc. |
  28 Mar, 2018       1415   views
More