আবারো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো
শাহারিয়ার শুভ, ২৩ এপ্রিল ২০২০
করোনার মধ্যে আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। চলমান সকল সরকারি সাধারণ ছুটি বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগামী ২ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভায় ঘোষণা দেয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আবারো বাড়ছে।নতুন নির্দেশনা সাপেক্ষে ছুটি বাড়িয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ছুটি বাড়িয়ে আগামী ২ মে পর্যন্ত করা হয়েছে। সে অনুযায়ী নতুন করে ছুটি শুরু হচ্ছে। আরও সাত দিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হচ্ছে।
এদিকে করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের ছুটি চলছে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে, সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। তবে ভবিষ্যতে সাধারন এই ছুটি আরও কতদিন বারতে পারে সেই বিষয়ে এখন নিশ্চিত নন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পরবর্তী সকল ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে।
ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ঈদের আগে নতুন করে ছুটি বাড়ানোর আলাপ-আলোচনা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর ঘোষণা দিলে তার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হবে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘসময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঐচ্ছিক শিক্ষাছুটি সীমিত করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও গত মঙ্গলবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেনের সঙ্গে দেশের ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টদের ভিডিও কনফারেন্সে এমন প্রস্তাব দিয়েছেন বোর্ড চেয়ারম্যানরা।
  23 Apr, 2020       868   views
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল  (Post)
অনলাইন কোর্স করুন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে ফ্রিতে  (Post)
ULAB এ শুরু হচ্ছে জনপ্রিয় ম্যানেজমেন্ট ফেস্ট Biz Wizards  (Post)
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় শর্ট ফিল্ম ফেস্টিভাল  (Post)
National Multiple Creativity Competition 2020   (Post)
More