Samsung Galaxy s20 vs iPhone 11 Pro কে এগিয়ে
স্যামসাং সম্প্রতি তাদের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। গ্যালাক্সি এস১০ সিরিজের পরবর্তী সিরিজ হিসেবে এক ধাপে এস১০ এর পর এস২০ স্মার্টফোন বাজারে এনেছে।
স্যামসাং গ্যালাক্সি এস২০ স্মার্টফোন এর নতুন নতুন ফিচার জানার পাশাপাশি আমরা এর প্রতিদ্বন্দ্বী কোম্পানি আইফোন সিরিজের আইফোন ১১ প্রো এর বেশ কিছু ফিচার নিয়ে দেখবো।
উৎসঃ বিজনেস ইনসাইডার
Design
আকারে বড় হওয়া সত্ত্বেও অ্যাপেল ১১ প্রো এর তুলনায় স্যামসাং গ্যালাক্সি এস২০ এর পুরুত্ত কিছুটা কম এবং ওজনেও হালকা। কিন্তু, রঙ এর দিক থেকে অ্যাপেল ১১ প্রো এগিয়ে। স্যামসাং গ্যালাক্সি এস২০ তিন রঙের- ধূসর, নীল এবং গোলাপি। অপরদিকে, অ্যাপেল ১১ প্রো সোনালি, ধূসর, রুপালি এবং সবুজ রঙের।
Thickness | Weight | Colors
Samsung Galaxy S20
7.9mm | 163g | 3 Colors
Apple 11 Pro
8.1mm | 188g | 4 Colors
Display
স্যামসাং গ্যালাক্সি এস২০ এর Display (6.2”) যা অ্যাপেল ১১ প্রো এর Display (5.8”) এর চেয়ে বড়। এবং একইসাথে স্যামসাং গ্যালাক্সি এস২০ এর Resolution অ্যাপেল ১১ প্রো এর চেয়ে বেশি। ফলে অধিক পিক্সেল এর Display, স্যামসাং গ্যালাক্সি এস২০ এর থেকে পাওয়া যাবে।
Display | Resolution
Samsung Galaxy S20
6.2” | 1440 x 3200 pixels
Apple 11 Pro
5.8” | 1125 x 2436 pixels
Camera
এস২০ এবং ১১ প্রো দুটোরই তিনটি ক্যামেরা রয়েছে- আলট্রা-ওয়াইড, ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলিফটো ক্যামেরা। কিন্তু, এক্ষেত্রেও স্যামসাং অ্যাপেল এর থেকে এক ধাপ এগিয়ে। কারণ, এস২০ এর রয়েছে ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। অপরদিকে, এস২০ এর আলট্রা-ওয়াইড ক্যামেরা এর অ্যাপারচার কম হওয়ার কারণে, বেশি আলো প্রবেশ করতে পারবে। এস২০ এর জুম সক্ষমতাও ১১ প্রো থেকে বেশি।
Ultra-wide camera | Wide-angle camera | Telephoto camera | Optic zoom | Digital zoom
Samsung Galaxy S20
12MP, f/2.2 | 12MP, f/1.8 | 64MP, f/2.0 | 3X | 30X
Apple 11 Pro
12MP, f/2.4 | 12MP, f/1.8 | 12MP, f/2.0 | 3X | 10X
এছাড়াও, স্যামসাং গ্যালাক্সি এস২০ এর রয়েছে 8gb র্যাম এবং অ্যাপেল ১১ প্রো এর 4gb র্যাম। নিচে, দুই স্মার্টফোনের দ্বারা তোলা কিছু ছবি দেয়া হলোঃ
  16 Feb, 2020       1561   views
More